বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
ফের আটক জামায়াত নেতা আহসান উল্লাহ
Home Page » আজকের সকল পত্রিকা » ফের আটক জামায়াত নেতা আহসান উল্লাহ
বঙ্গনিউজ ডটকমঃ কারাফটক থেকে নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে ফের আটক করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো কারাফটক থেকে আটক করা হলেয়েছে তাকে।
বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তির পর আহসান উল্লাহকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ।
থানা সূত্রে খবর, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতার মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট আহসান উল্লাহকে নগরীর কোতয়ালী থানা পুলিশ কারাফটক থেকে প্রথম দফা আটক করেছিল। ১৫ দিনের মাথায় ৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জামিনের পর তাকে আবারও আটক করা হয়েছিল।
চলতি বছরের ৮ মার্চ নাশকতার মামলায় আহসান উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:১৬:৪৪ ৩১৯ বার পঠিত