শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
ইরাকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫৮
Home Page » প্রথমপাতা » ইরাকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫৮
বঙ্গনিউজ ডটকমঃইরাকের বাগদাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫৮ জন নিহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বাগদাদের অধিকাংশ এলাকা তলিয়ে গেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল রিদাইনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ৫৮ জনের মৃত্যু হয়েছে।’
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিদ্যুস্পৃষ্টে নিহতদের মৃতদেহগুলো ডুবে যাওয়া রাস্তায় ভাসছে।
বাংলাদেশ সময়: ১৬:৪০:২৮ ৩১৩ বার পঠিত