শনিবার, ৭ নভেম্বর ২০১৫
চীনে পাওয়া গেল ১৩০০ বছরের গাছ
Home Page » এক্সক্লুসিভ » চীনে পাওয়া গেল ১৩০০ বছরের গাছ
বঙ্গ-নিউজ ডটকমঃচীনের হুনান প্রদেশে ১৩০০ বছরের পুরনো একটি গাছের সন্ধান পাওয়া গেছে। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, টেক্সাস চাইনিজস প্রজাতির এই গাছ প্রায় ২৫ লক্ষ বছর ধরে দেশটিতে রয়েছে।
এই গাছ আকারে বড় হলেও এর ফলের বীজ হয় খুব কম। আর সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম। তাই যত দিন যাচ্ছে, সংখ্যায় কমছে এই গাছের পরিমাণ। যদিও স্থানীয় বাসিন্দারা তাদের সাধ্যমতো পরিচর্যা করেন গাছগুলোর।
চলতি বছরে হুনান প্রদেশে গাছ গোনার সময় পাওয়া যায় এই বিশেষ গাছটি। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গাছটির বয়স ১৩০০ বছরেরও বেশি।
বাংলাদেশ সময়: ১৫:১২:২৮ ৩১৮ বার পঠিত