মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
মিরপুরের স্কুলে ডিজিটাল পাঠদান
Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » মিরপুরের স্কুলে ডিজিটাল পাঠদান
বঙ্গ-নিউজ ডটকমঃঢাকার মিরপুরের প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান পদ্ধতি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী বছর (২০১৬) থেকে বিজয় শিশু শিক্ষা ও বিজয় প্রাথমিক শিক্ষা ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করবে। গত বৃহস্পতিবার এ পাঠদান পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনন্দ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের শিশুরা যখন ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করছে, তখন আমাদের দেশে সেই পুরোনো পদ্ধতির শিক্ষাব্যবস্থা চালু আছে। বড় ব্যাগ এবং ভারী বইপত্র আর নয়। শিশুদের পড়াশোনা হবে একটি মাত্র ডিজিটাল যন্ত্রে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জয়নুল আবেদিন, মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই, ঢাকা সিটি স্কুলের অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ। পরে অনুষ্ঠানে বিজয় শিশু শিক্ষা ও বিজয় প্রাথমিক শিক্ষা সফটওয়্যার প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৪০ ৩৫৫ বার পঠিত