বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
অপটোমার নতুন প্রজেক্টর
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » অপটোমার নতুন প্রজেক্টর
বঙ্গনিউজ ডটকমঃ অপটোমা ব্র্যান্ডের নতুন এইচডি মাল্টিমিডিয়া প্রজেক্টর বাজারে এনেছে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড (ইউবিএস)। অপটোমা জেডএক্স ২১০ এসটি মডেলের থ্রিডি-রেডি প্রযুক্তিযুক্ত এই প্রিন্টারটি তারহীন কিংবা তারসহ প্রযুক্তিতে কম্পিউটার, ল্যাপটপ ছাড়াও স্মার্টফোনের মাধ্যমে চালানো যায়। এতে আছে দুই জিবি বিল্ট ইন মেমোরি, স্টেরিও স্পিকার, মাল্টিমিডিয়া প্লেয়ার ফাংশন ফিচার। প্রজেক্টরটির দাম ৬৫ হাজার টাকা। এর সঙ্গে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৭:৪০:৩৫ ৩১৭ বার পঠিত