মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
চ্চলচিত্রের এক নখত্রের নাম নিরব
Home Page » বিনোদন » চ্চলচিত্রের এক নখত্রের নাম নিরব
চ্চলচিত্রের এক নখত্রের নাম নিরব
বঙ্গনিউজ ডটকমঃ বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ,অভিনেতা ও চিত্র নায়ক নিরব বাংলাদেশের এক উজ্জ্বল নহ্মত্র।বর্তমানে পরিচালক রয়েল খান এর অ্যাকশান ভিত্তিক চ্চলচিত্র ‘গেম’ এর ২য় পাট ‘গেমস রির্টান’ এর শুটিং নিয়ে ব্যাস্ত আছেন এই অভিনেতা।এই চলচিত্রে নিরবের বিপরীতে কোর্য়াটিস হিসেবে অভিনয় করছেন লাবন্য।এছাড়া তিনি অভিনয় করছেন তাহমিনা জামান হিমিকার ‘মেকার’ চ্চলচিত্রে।তার বিপরীতে আছেন নবাগত নাঈকা বুসরা।এছাড়া মার্চ মাসে মুক্তি পেতে যাচ্ছে নিরব অভিনিত রফিক সিকদারের রোমান্টিক চলচিত্র ‘ভোলাতো যায় না তারে’।পাশাপাশি কাজ চলছে নিরব অভিনিত সাইফ চন্দনের আসন্ন মুক্তি প্রাপ্ত ‘টার্গেট’ ছবির ডাবিং ।এছাড়া সেন্সর বোর্ডে জমা পরেছে নিরব ও নিপুন অভিনিত ‘লাভ ইন কোরিয়া’ চ্চলচিত্রটি।এর পরিচালনায় ছিলেন ওয়াকিল আহমেদ।ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে সাউথ কোরিয়াতে।‘রাঙ্গা মন’ নামের আর একটি ছবির কাজও তিনি ইতিমধ্যে শেষ করেছেন। বর্তমানে চলচিত্র নিয়ে ব্যাস্ত থাকার কারনে তিনি বিজ্ঞাপণ ও নাটকে নিয়মিত হতে পারছেন না।তবে নাটকে অভিনয় করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।নিরবের ইচ্ছা দর্শকদের জন্য ভালো ছবি উপহার দেওয়া পাশাপাশি দর্শকদের প্রতি তার অনুরোধ তারা যেন সিনেমা হলে গিয়ে ছবি দেখে,তাহলেই তার অভিনয় সার্থক হবে বলে তিনি মনে করেন।নিরব যেন সামনে আমাদের আরো মানসমপন্ন ভালো ছবি উপহার দিতে পারে এবং চলচিত্র জগতে হিরো হিসেবে নিজেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই শুভ কামনা রইল তার প্রতি।
বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৬ ৩৩৪ বার পঠিত