শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
অস্ট্রেলিয়ায় পড়শীর চার কনসার্ট
Home Page » বিনোদন » অস্ট্রেলিয়ায় পড়শীর চার কনসার্ট
বঙ্গ-নিউজ ডটকমঃঅস্ট্রেলিয়া যাচ্ছেন জনপ্রিয় গায়িকা পড়শী। গানের টানেই ক’দিনের জন্য দেশ ছাড়ছেন তিনি।
২ মার্চ থেকে অস্ট্রেলিয়ার দুটি শহরে চারটি কনসার্টে অংশ নেবেন পড়শি।
পড়শী জানান, প্রবাসী শ্রোতাদের সান্নিধ্য পেতে তার ভালো লাগে। সরাসরি তাদের গান শোনানোর প্রস্তাব এলে সাধারণত রাজি হন তিনি।
এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ৩টি ও মেলবোর্নে একটি কনসার্টে গান পরিবেশন করবেন নিজের ব্যান্ড বর্ণমালা নিয়ে।
এদিকে পড়শী ঢাকায় ফিরবেন ৮ মার্চ। ১২ মার্চ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বেন দেশের মঞ্চে।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সবশেষ গিয়েছিলেন মালয়েশিয়া। তবে গান শোনাতে নয়। তখন ‘মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ ছবির শুটিংয়ে অংশ নেন পড়শী।
বাংলাদেশ সময়: ১২:১৭:৪২ ৩৫৫ বার পঠিত