মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
খ্যাতমান গিটারিস্ট জামান
Home Page » বিনোদন » খ্যাতমান গিটারিস্ট জামান
বঙ্গ-নিউজঃ বর্তমান সময়ের জনপ্রিয় খ্যাতমান গিটারিস্ট জামান ব্যাস্ত আছেন বিভিন্ন স্টেজ শো এবং রেকর্ডিং নিয়ে।ছোট বেলা থেকে তার মধ্যে মিউজিকের প্রতি উদ্দিপনা কাজ করত।বাল্যকাল থেকে গিটার নিয়ে তার মিউজিক জীবন শুরু হই এবং স্ট্রাইকিং নামক ব্যান্ড গঠন করে।বিগত সময়ে স্ট্রাইকিং এর বেশ কিছু মিক্সেড এবং একটি সলো অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ের স্ট্রাইকিং ব্যান্ডের দ্বিতীয় সলো অ্যালবামের কাজ চলছে।পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড নগরবাউল এর গেস্ট গিটারিস্ট হিসেবে কাজ করছেন।এই গুণী শিল্পী বাংলাদেশের অনেক তরুন প্রজন্মকে মিউজিকের প্রতি উৎসাহ এবং গীটার প্রশিক্ষণ দিচ্ছেন।তার সপ্ন আন্তর্জাতিকভাবে নিজেকে সারা পৃথিবিতে তুলে ধরা।তার প্রতি শুভ কামনা রইল।
বাংলাদেশ সময়: ০:১৩:১৬ ৭২৩ বার পঠিত