
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬
তনু হত্যাকারিদের বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ ও মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » তনু হত্যাকারিদের বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ ও মানববন্ধন বঙ্গ-নিউজ ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু (২০) হত্যার বিচারের দাবিতে বৃস্পতিবার বিকেলে বিষ্ণপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো: রাছেল ভুইয়া, খলিলুর রহমান, সাইফুল ইসলাম, সাহিন ভুইয়া, জামাল চৌধুরী, বাবু, হান্নান, আকাশ মনি প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪১ ৪৯৫ বার পঠিত