
সোমবার, ২৮ মার্চ ২০১৬
হাইকোর্টের আদেশে, বাহাল রইল রাষ্ট্রধর্ম ইসলাম
Home Page » এক্সক্লুসিভ » হাইকোর্টের আদেশে, বাহাল রইল রাষ্ট্রধর্ম ইসলাম বঙ্গ-নিউজ ডটকমঃ সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর দায়ের করা এ রিট সোমবার (৭ সেপ্টেম্বর) খারিজ করে দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।
গত মাসে হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রিট আবেদনে বিবাদী ছিলেন আইন সচিব।
সংবিধানের ৮ম সংশোধনী করে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিস্থাপিত হয়।
সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।’
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৬ ৫৩৭ বার পঠিত