বুধবার, ২০ এপ্রিল ২০১৬
বৈশাখী মেলাঃ১৪২৩
Home Page » এক্সক্লুসিভ » বৈশাখী মেলাঃ১৪২৩![]()
করবী ঘোষ; বঙ্গ-নিউজঃ বাংলাএকাডেমীতে চলছে ১০দিনব্যাপী বৈশাখী মেলা।পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে ১০ই বৈশাখ পর্যন্ত চলবে এ মেলা, যেখানে পেতে পারেন একটি বাঙ্গালীপনার আমেজ।
কুটির শিল্পের প্রসার ঘটাতে বৈশাখী বেশ মেলা সহযোগী হয়ে উঠেছে।হস্তজাতশিল্পের ব্যাপক সমহার বলা যায় বৈশাখী মেলাকে। পাটশিল্প,চামড়াশিল্প,মৃৎশিল্প ও বস্ত্রশিল্পের সব ধরণের বৈচিত্র দেখতে পাওয়া যাবে। প্রয়োজনীয় নানা জিনিস পেতে পারেন এখানে,বিশেষকরে গৃহস্থীর নিত্য প্রয়োজনীয় জিনিস। সব চেয়ে বেশী সমহার দেখতে পাওয়া যায় বস্ত্রশিল্পে। এছাড়াও রয়েছে বিনোদনের উপযোগী নানা আয়োজন,প্রত্যেক সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ০:২৬:৩৫ ৫১২ বার পঠিত