শনিবার, ১৪ মে ২০১৬
বিমানের দরজা ভাঙায় ফ্লাইট বাতিল
Home Page » আজকের সকল পত্রিকা » বিমানের দরজা ভাঙায় ফ্লাইট বাতিল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বিমানটি ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে এর দরজা ভেঙে আটকে গেলে ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ জানান, ফ্লাইট বিজি-১২৩ বোয়িং বিমানটি ৩১৫ জন যাত্রী নিয়ে ওমানের মাস্কট যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান ছাড়ার আগ মুহূর্তে বোর্ডিং ব্রিজের সঙ্গে লেগে দরজা ভেঙে যায়। ফলে বিমানটি আর ছেড়ে যেতে পারেনি। তবে যাত্রীরা সবাই নিরাপদে নেমে আসতে পেরেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:১৮:২৪ ৪৯৬ বার পঠিত