সোমবার, ৬ জুন ২০১৬
যুক্তরাষ্ট্রে সাত বাংলাদেশি নারীকে সম্মাননা প্রদান
Home Page » আজকের সকল পত্রিকা » যুক্তরাষ্ট্রে সাত বাংলাদেশি নারীকে সম্মাননা প্রদান![]()
বঙ্গ-নিউজ:যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আইটি সেক্টরে প্রশিক্ষণ প্রদানে বিশেষ অবদানের জন্য সাত নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক সংগঠন প্রিয়বাংলা এ উপলক্ষে গতকাল রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করে।সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি নারীরা হলেন ফারহানা হানিফ, ফারজানা ক্লারা গ্রাহাম, রেহানা পারভিন, বীথিকা বোস, ড. মরিয়ম পারভিন, শাহনাজ ফারুক এবং বনানী চৌধুরী। ওয়াশিংটন মেট্রো এলাকার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন প্রিয়বাংলা’র চতুরঙ্গ নামক বার্ষিক অনুষ্ঠানে তাঁদের হাতে এসব অ্যাওয়ার্ড হস্তান্তর করেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন আইটি সেক্টর পিপল এন টেক’র সিইও প্রকৌশলী আবু বকর হানিফ। এ ছাড়া ই-লার্নিং বইয়ের লেখক ড. বদরুল হুদা খান ও ওয়াশিংটনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন ২০১৬র আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীরসহ মেট্রো এলাকার বাংলাদেশি অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০১:১৯ ৪৮৯ বার পঠিত