বুধবার, ৮ জুন ২০১৬
শিয়া মসজিদে হামলা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
Home Page » জাতীয় » শিয়া মসজিদে হামলা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
বঙ্গ-নিউজ:বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ উপজেলায় জামতলী লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি গত বছর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদ হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একজন সদস্য ছিলেন।
গত দুইদিনে এ নিয়ে সারাদেশে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চারজন নিহত হলেন, যারা সবাই জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০৯:৫০ ৪৮৫ বার পঠিত