শুক্রবার, ১ জুলাই ২০১৬
কক্সবাজারে অস্ত্র লুটের ঘটনায় ৫ রোহিঙ্গা গ্রেফতার
Home Page » আজকের সকল পত্রিকা » কক্সবাজারে অস্ত্র লুটের ঘটনায় ৫ রোহিঙ্গা গ্রেফতার
বঙ্গ-নিউজঃ কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে অস্ত্র লুটের ঘটনায় ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মামলার তালিকাভুক্ত আসামি।
র্যাব-৭ জানায়, বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের পাশের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় রফিক প্রকাশ মামুন মিয়া, আবদুর রাজ্জাক, মোহাম্মদ হারুন, আবদুস সালাম ও জয়নাল প্রকাশ নামে ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আনসার ক্যাম্পে অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গত ১৩ মে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা এবং ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬শ’ ৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ২:৩০:৩৩ ৫৩৬ বার পঠিত