রবিবার, ৩ জুলাই ২০১৬
আজ ও কাল রাষ্ট্রীয় শোক
Home Page » এক্সক্লুসিভ » আজ ও কাল রাষ্ট্রীয় শোক
বঙ্গ-নিউজঃ রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ও আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালিত হওয়ার সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে জনগণ কালো ব্যাজ ধারণ করবেন। মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিসান বেকারি নামের একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক সন্ত্রাসী হামলা চালায়। যুবকেরা রেস্টুরেন্টে ঢুকে দেশি-বিদেশী অনেক লোককে জিম্মি করে। পরে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে জিম্মি সঙ্কটের অবসান হলে রেস্টুরেন্টে ২০ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।
এছাড়া এই ঘটনায় দুই পুলিশ অফিসার নিহতসহ কমপক্ষে ৪০ জনের মতো পুলিশ আহত হন।
বাংলাদেশ সময়: ১৫:১৫:২৭ ৪৫১ বার পঠিত