বুধবার, ৩ আগস্ট ২০১৬
এনআরবি ব্যাংকের নতুন এমডি মেহমুদ হোসেন
Home Page » অর্থ ও বানিজ্য » এনআরবি ব্যাংকের নতুন এমডি মেহমুদ হোসেন
বঙ্গ-নিউজঃ এনআরবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহমুদ হোসেন।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।
মেহমুদ হোসেন এর আগে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত মেহমুদ ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩২ বছরের পেশাগত জীবনে তিনি বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন।
মেহমুদ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
বাংলাদেশ সময়: ৯:২৬:৩৯ ৩৯২ বার পঠিত