বুধবার, ৩ আগস্ট ২০১৬
যৌন অপরাধীদের জন্য পোকেমন নিষিদ্ধ
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » যৌন অপরাধীদের জন্য পোকেমন নিষিদ্ধ
বঙ্গ-নিউজঃ তালিকাভুক্ত যৌন অপরাধীদের জন্য জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে ভবিষ্যতে তালিকাভুক্ত হতে পারে এমন যৌন অপরাধীরাও।
পোকেমন গেমের নির্মাতা প্রতিষ্ঠান ‘নিয়ান্টিক’-এর কাছে চিঠি দিয়ে দণ্ডিত যৌন অপরাধীদের এই গেম খেলা থেকে বিরত রাখতে সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর।
তিনি বলেন, নতুন প্রযুক্তি কোনোভাবেই বিপজ্জনক অপরাধীদের জন্য নতুন পথ হিসেবে বিবেচিত হতে পারবে না। তাই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে সেসব শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে, যারা পোকেমন খেলে বাস্তব দুনিয়ায় ভার্চুয়াল চরিত্রগুলো ধরার জন্য চেষ্টা করে।
নিউইয়র্কে বর্তমানে তিন হাজার তালিকাভুক্ত যৌন অপরাধী আছেন।
পোকেমন খেলার সময় ব্যবহারকারীরা এমন এক বাস্তবতা দিয়ে উত্তেজিত হন যে, তাদের আশপাশে থাকা পোকেমন প্রাণীদের মোবাইল ফোনের মাধ্যমে খুঁজে পেতে পারেন। আর কোনো প্রাণীকে দেখতে পেলে তা ধরতে পারে ব্যবহারকারীরা।
বাংলাদেশ সময়: ৯:৪৮:৩৩ ৪২৯ বার পঠিত