সোমবার, ২২ আগস্ট ২০১৬
শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান
Home Page » বিশ্ব » শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান
বঙ্গ-নিউজ:শব্দের চেয়েও দ্রুতগতির (সুপারসনিক) ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার হোসেইন দেহ্কান। তিনি জানান, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ইরানের নৌ বাহিনী নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।রোববার ইরানের রাজধানী তেহরানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম টার্বোজেট ইঞ্জিন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বক্তব্য দেন দেহকান। ইরানে তৈরি এই টার্বোজেট ইঞ্জিন বিমানে ব্যবহার করা হবে।
দেহকান জানান, নৌ বাহিনীর জন্য তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা পূর্বের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। ২০০ কিলোমিটার পাল্লার এই ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করার পাশাপাশি ভূমিতেও আঘাত হানতে সক্ষম।
নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও নৌ বাহিনীর ব্যবহার উপযোগী সব ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। ক্ষমতা বাড়ানোর পাল্লা দ্বিগুণ এমনকি তিন গুণও হতে পারে বলে জানান তিনি
বাংলাদেশ সময়: ১১:৪৬:৪৫ ৫৫৯ বার পঠিত