শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৩০ সেপ্টেম্বর
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৩০ সেপ্টেম্বর
বঙ্গ-নিউজঃকানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল। তবে তার সফর আরেকটু লম্বা হচ্ছে। ২৬ সেপ্টেম্বর নয়, তিনি দেশে ফিরবেন ৩০ সেপ্টেম্বর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে আলোচনা হয়। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, বিশ্রাম নেওয়ার কারণে প্রধানমন্ত্রীর দেশে ফিরতে কয়েকদিন দেরি হবে। জানা গেছে তিনি সেখানে যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলের পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
মাহবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে জানান, ‘২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি দেশে ফিরবেন ৩০ তারিখ।’
এদিকে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে আওয়ামী লীগ একটি গণসংবর্ধনার আয়োজন করে। তবে পূর্ব নির্ধারিত তারিখে তিনি না আসায় অনুষ্ঠানটি পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
গত ১৪ আগস্ট কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান তিনি।
বাংলাদেশ সময়: ১:২৮:১০ ৪৮৫ বার পঠিত