শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
মার্কিন নির্বাচন : উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন
Home Page » প্রথমপাতা » মার্কিন নির্বাচন : উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন![]()
বঙ্গ-নিউজঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। অল্পের জন্য ওই অঙ্গরাজ্যে জয়ী হতে পারেননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। খবর বিবিসির।পুণরায় ভোট গণনার বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন করা হলো।
গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেছেন। জিল স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনরায় গণনার জন্যও অনুরোধ করেছেন।
তবে উইসকনসিনে হিলারি ক্লিনটন জয়ী হলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না। উইসকনসিন ইলেকশন কমিশন এক টুইট বার্তায় পুনরায় ভোট গণনার অনুরোধ পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে, স্টেইন এক টুইট বার্তায় লিখেছেন , আগামি সপ্তাহেই ভোট পুনরায় গণনা শুরু হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ৮ নভেম্বরের নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি ।
বাংলাদেশ সময়: ১০:০৫:০৯ ৩৯৯ বার পঠিত