সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
বোমারু বিমান উড়িয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলো চীন
Home Page » প্রথমপাতা » বোমারু বিমান উড়িয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলো চীন
বঙ্গ-নিউজঃ পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান এইচ-৬ এর সফল উড্ডয়ন করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে চীনের এই পারমাণবিক বোমারু বিমানের উড্ডয়ন আমেরিকার জন্য এক ধরণের সতর্কবার্তাই বলে ধরে নেয়া হয়েছে।দক্ষিণ চীন সাগর এলাকায় চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান এইচ-৬ এর উড্ডয়নের ঘটনার খবর নিশ্চিত করেছে আমেরিকার কর্মকর্তারা। তারা জানান, এইচ-৬ বিমান উড্ডয়নের সময় বিমানগুলোকে পাহারা দেয়ার জন্য কয়েকটি চীনা যুদ্ধবিমানও সাথে ছিলো।
মার্কিন কূটনৈতিক নীতিমালাকে কাঁচকলা দেখিয়ে তাইওয়ানের নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পরই বেইজিং এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমান উড্ডয়ন করলো। তাছাড়া বিমান উড্ডয়নের এলাকাটি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল হওয়ায় এটি আরও গুরুত্ব বহন করে।
চীনের এই বিমান উড্ডয়নের মধ্য দিয়ে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর এক বার্তা দেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া এর মাধ্যমে চীন তাদের সামরিক শক্তিও প্রদর্শন করলো বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০:১০:১৯ ৪৬২ বার পঠিত