সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’-এ গাইলেন সামিনা, ফাহমিদা, বাপ্পা
Home Page » অর্থ ও বানিজ্য » ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’-এ গাইলেন সামিনা, ফাহমিদা, বাপ্পামঞ্চ মাতালেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও দলছুট। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’-এ তাঁরা পরিবেশন করেন গান। তাঁদের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী সজীবও। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ উৎসব। গতকাল ‘রণক্ষেত্রে সারা দেশ’ শিরোনামে গান করেন শিল্পীরা।
![]()
১১তম দিনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তাঁর বক্তব্যের পরই শিল্পীরা একে একে মঞ্চে ওঠেন এবং পরিবেশন করেন বিজয়ের সব গান। একই সঙ্গে জনপ্রিয় গানগুলোও পরিবেশন করেন শিল্পীরা।
![]()
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান মোর জিরো কমিউনিকেশনস ও গানবাংলা টেলিভিশন-এর প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন, চেয়ারপারসন ফারজানা মুন্নী, ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪:২৩:৩৭ ৩৯৯ বার পঠিত