
বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
১০০ নম্বরের মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্ন থাকবে বিসিএস এ ??-মন্ত্রী মোজাম্মেল
Home Page » প্রথমপাতা » ১০০ নম্বরের মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্ন থাকবে বিসিএস এ ??-মন্ত্রী মোজাম্মেলবঙ্গ-নিউজঃ আগামী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ে একশ’ নম্বরের প্রশ্ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার ঢাকা আইনজীবী সমিতির মুক্তিযোদ্ধা সদস্যদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। এর ফলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ভালোভাবে জানতে পারবে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির তথ্যও পাঠ্য বইয়ে লেখা থাকবে বলে জানান তিনি।
ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনে শুনে তা সংরক্ষণ করার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, আসন্ন স্বাধীনতা দিবসের আগেই দেশে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপর তাদের হাতে সনদ ও পরিচয় পত্র তুলে দেয়া হবে। এই সনদ এমন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে যেটি সহজে জাল করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর খোন্দকার আব্দুল মান্নান, মহানগর পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৩:০২ ৪০৪ বার পঠিত