শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
আইভী নির্বাচিত
Home Page » এক্সক্লুসিভ » আইভী নির্বাচিত
বঙ্গ-নিউজঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর পরাজয়ের বেদনায় নীল হয়েছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।মোট ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ফল পাওয়া গেছে ১৭৪টিরই। তাতে দেখা গেছে, সেলিনা হায়াত আইভী পেয়েছেন এক লক্ষ ৭৪ হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।
আলোচিত এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিলো প্রায় পাঁচ লাখ ভোটারের। কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো প্রত্যাশার চেয়ে কম। দুই প্রার্থীই এমন কথা বলেছেন। ৬৩ থেকে ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনের ফল যাই হোক, সেটাকে জনগণের রায় মনে করে মেনে নিবেন বলে আগেই স্বীকার করেছিলেন দুই প্রার্থীই।
বাংলাদেশ সময়: ৮:১৩:৪০ ৪৭৩ বার পঠিত