বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
চুয়াডাঙ্গায় প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, শিশু নিহত
Home Page » প্রথমপাতা » চুয়াডাঙ্গায় প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, শিশু নিহত
বঙ্গ-নিউজঃ ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার ভেঙে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, বুধবার সকাল ১০টার দিকে আন্দুলবাড়িয়া বেলতলা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি (৫) আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খোকনের নাতি।
এসআই আলম বলেন, প্রাইভেট কারটি রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে আসা সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় কারে থাকা শিশু রাফি।
এ সময় কারের অন্য তিন যাত্রী আহত হলে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
আহতরা হলেন নিহত রাফির বোন রাফিয়া (৭), তাদের মা অ্যানি আখতার (৩০), অ্যানির বাবা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
প্রাইভেট কারে চড়ে তারা চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যাচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২২:১৭ ৩৯৭ বার পঠিত