
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
সীমান্ত হত্যা বন্ধে আমরা কাজ করছি —-বিজিবি মহাপরিচালক |
Home Page » বিবিধ » সীমান্ত হত্যা বন্ধে আমরা কাজ করছি —-বিজিবি মহাপরিচালক |বঙ্গ-নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি: বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে আমরা কাজ করছি। তাই খুব শীঘ্রই সীমান্ত হত্যা শূণ্যের কোটায় আনার ব্যাপারে আমি আশাবাদি।’
সোমবার বিকেলে তিনি লালমনিরহাটের পাটগ্রামের আলোচিত দহগ্রাম-আঙ্গোপো
তা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৪০ ৪১৬ বার পঠিত