
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
থাকো তুমি স্বপ্নের শহরেই -খালেদ হোসাইন
Home Page » সাহিত্য » থাকো তুমি স্বপ্নের শহরেই -খালেদ হোসাইন
খুব মাথা ধরেছিল গতকাল
তুমি কাছে আসো নাই কত কাল!
কত কাল আনো নাই ধারাপাত
তাই জেগে কাটিয়েছি সারারাত।
আমি রাত কাটিয়েছি, নাকি রাত
আমাকে দেখিয়ে দিল আখেরাত?
পুড়লাম আগুনের পরিখায়
তাই আমি ধুতুরার বড়ি খাই।
আর মারা যাই ধলপহরেই।
থাকো তুমি স্বপ্নের শহরেই!
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৯ ৪৫১ বার পঠিত