
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭
শুধু তোমারেই বোধি-শায়লা কবির
Home Page » সাহিত্য » শুধু তোমারেই বোধি-শায়লা কবিরআমি ভরা বাদলে
ভরিয়া আঁখি,
খরা জমি খানি
ভিজাইয়া রাখি,
ভালবাসার বীজ
বপন করিয়া,
আলো ছায়া আর
মমতা মাখিয়া,
বুকের গভীরে
শিকড় গাঁথি,
আমি যতন করিয়া
পারিজাতের ঘ্রান
গায়ে মাখিয়া
তোমারেই শুধু বোধি।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৪ ৩৭৯ বার পঠিত