
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
গুয়েতেমালায় আশ্রমে অগ্নিকাণ্ডে ১৯ কিশোরীর মৃত্যু
Home Page » প্রথমপাতা » গুয়েতেমালায় আশ্রমে অগ্নিকাণ্ডে ১৯ কিশোরীর মৃত্যু
বঙ্গ-নিউজঃ মঙ্গলবার মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় একটি সরকারী আশ্রমে এক ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১৯ জন কিশোরী মারা গেছেন ও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কেউ জানাতে পারেনি।
তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই আশ্রমটিতে দাঙ্গার ঘটনা ঘটে। এরপর থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা ছিলো। তবে কেউ ইচ্ছা করে আগুন ধরিয়েছে কি না তা তদন্ত করা হবে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এই সরকারি আশ্রমটি গুয়েতেমালা সিটির দক্ষিণ পূর্বের শহর সান হোসে পিনুলায় অবস্থিত। আশ্রমটির ধারণ ক্ষমতা ৪০০ জন হলেও গতকাল সেটিতে ৭০০’র মতো মেয়ে শিশু ও কিশোরী ছিল বলে জানা যায়।
মাত্রই গতকাল আশ্রমের ভেতরে শিশুদের ওপর নিপীড়ন করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করে আশ্রমেরই ছোট শিশুরা। এছাড়া তাদেরকে যৌন নিপীড়নে বাধ্য করা হত।
আশ্রমের বাইরে শিশুদের অভিভাবকরা এখনও এক অজানা শঙ্কা নিয়ে অপেক্ষা করছেন। আশ্রমটিকে কিশোর সংশোধন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বাংলাদেশ সময়: ১১:২১:৩৪ ৩০২ বার পঠিত