
সোমবার, ২৭ মার্চ ২০১৭
অভিনেতা মিজু আহমেদ মারা গেছেন
Home Page » জাতীয় » অভিনেতা মিজু আহমেদ মারা গেছেন বঙ্গ-নিউজ: মারা গেছেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ। আজ ট্রেনযোগে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত ৮টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেনেই হৃদযোগে আক্রান্ত হন। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক শাহীন ও অভিনেতা অমিত হাসান।
অমিত হাসান বলেন, আমরা বিমানবন্দর থানায় কথা বলেছি। সেখান থেকে আমাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আমি আর ওমর সানি ভাই গাড়িতে যাচ্ছি।
জানা গেছে, ট্রেনেই মিজু আহমেদ হার্ট অ্যাটাক হয় তার। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি।
বাংলাদেশ সময়: ২১:৪২:৪৯ ৩৮৭ বার পঠিত