বুধবার, ২৯ মার্চ ২০১৭
মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা অভিযান: পুলিশকে লক্ষ্য করে গুলি-গ্রেনেড
Home Page » প্রথমপাতা » মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা অভিযান: পুলিশকে লক্ষ্য করে গুলি-গ্রেনেড
বঙ্গ-নিউজঃ সিলেট মহানগরের ‘আতিয়া মহলে’ অভিযান শেষ হওয়ার পরই মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুই বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে, ঘিরে রাখা দুই বাড়ির একটি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে।
দুটি বাড়ি আলাদা আলাদা জায়গায়। একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বারহাট এলাকায়। আর অন্য বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামে।
র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মাইনুদ্দীন জানান, আজ বুধবার ভোরে স্থানীয় পুলিশ সদস্যরা প্রথমে ওই দুই বাড়ি ঘিড়ে ফেলে। তিনি আরও জানান, ‘র্যাব সদস্যরা সেখানে গেছেন। ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দলও এসেছে।’
এদিকে, কাউন্টার টেররিজম ইউনিট দলের উপ কমিশনার মহিবুল ইসলাম বলেছেন, ‘সীতাকুণ্ডে ও সিলেটে জঙ্গি আস্তানার খোঁজ মেলার পর তদন্তে মৌলভীবাজারের এই দুই বাড়ির তথ্য পাওয়া যায়।’
পুলিশের উপর গ্রেনেড ও গুলি ছোড়ার তথ্য জানিয়ে মহিবুল ইসলাম বলেছেন, ‘সরকার বাজারের ওই বাসায় যাওয়ার পর ভেতর থেকে গ্রেনেড ও গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ঘিরে রাখা দুই বাড়ির মালিকই লন্ডন প্রবাসী।
বাংলাদেশ সময়: ১৪:১২:৪১ ৪০৪ বার পঠিত