বুধবার, ২৯ মার্চ ২০১৭
‘জঙ্গি’ সরোয়ার-তামিম গ্রুপের চারজন আটক
Home Page » প্রথমপাতা » ‘জঙ্গি’ সরোয়ার-তামিম গ্রুপের চারজন আটক
বঙ্গ-নিউজঃ নব্য জেএমবি ‘সরোয়ার-তামিম’ গ্রুপের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রাজধানীর দোহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে ওই চার জনকে আটক করে র্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে।’
আটক চারজন হলেন-মেসবাহ, মাহফুজ, তাইফুর ও ফয়সার। আটককৃত চার ব্যক্তির নাম ব্যতিত আর কিছু জানানো হয়নি র্যাবের পক্ষ্ থেকে।
তবে আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই আটক বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
বাংলাদেশ সময়: ১৪:১৯:৩১ ৪৪২ বার পঠিত