শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সুরঞ্জিতের আসনে জিতলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত
Home Page » জাতীয় » সুরঞ্জিতের আসনে জিতলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত
বঙ্গ-নিউজঃ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে তার সংসদীয় নির্বাচনের আসন সুনামগঞ্জ-২। সেখানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেলো উপনির্বাচন। তাতে জিতেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত।
একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সুনামগঞ্জের নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ ছিলো না। এ ছাড়া আবহাওয়ার বৈরিতার কারণেও সেখানকার নির্বাচন আলোড়ন তৈরি করতে পারেনি।
সকাল আটটা থেকে থেমে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাতে রিটার্নিং কর্মকর্তা ভোটগণনা শেষে জয়া সেনগুপ্তকে জয়ী ঘোষণা করেন।
সুনামগঞ্জ-২ আসনের নির্বাচন আগেই বর্জন করেছিলো বিএনপি। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জয়া তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েননি।
জয়ার সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলি মাহবুব। তিনি ৪০ হাজারের বেশি ভোট পান। আর জয়া জয়ের পথে পান ৯৫ হাজারের বেশি ভোট।
বাংলাদেশ সময়: ৭:১৭:৪৯ ৪৭৪ বার পঠিত