শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
গোপালগঞ্জের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান
Home Page » বিনোদন » গোপালগঞ্জের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান
ফয়সাল হাবিব সানি, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): গত বুধবার থেকে দুই দিন ব্যাপী গোপালগঞ্জের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’র মুক্তিযুদ্ধ, আর সেই সাথে দেশের জাতীয় দিবসের তাৎপর্য্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া অর্থাৎ তাদেরকে এসব বিষয়ে জানানোর উদ্দশ্যে এবার এ ধরণের অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
জেলা কালচারাল অফিসার আল মামুন সালেহ বঙ্গ-নিউজকে জানান, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে ১৭ জন আলোচক, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমিসহ ১০টি সাংস্কৃতিক সংগঠনের মন মাতানো সব সাংস্কৃতিক পরিবেশনা ছিলো বিশেষ উপভোগ্য। এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অায়োজনের মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে যে, এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত হবে এবং তারা দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও অারও বেশি জানতে পারবে।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৯ ৫৬৮ বার পঠিত