
শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
বাউফলে গাঁজা ও পর্নো ছবিসহ শিবির কর্মী গ্রেফতার
Home Page » আজকের সকল পত্রিকা » বাউফলে গাঁজা ও পর্নো ছবিসহ শিবির কর্মী গ্রেফতার বঙ্গ-নিউজ: গাঁজা ও পর্নো ছবিসহ হাসান সিকদার (২৭) এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাউফল থানার দারোগা হুমায়ন কবিরের নেতৃত্বে একদল পুলিশ বাউফলের কালিশুরী বাজার থেকে দুইশ গ্রাম গাঁজা ও একটি ল্যাপটপসহ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হাসান দীর্ঘ দিন ধরে কালিশুরী বাজার এলাকায় গাঁজা বিক্রি করত এবং তার ল্যাপট থেকে পন্যে ছবি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মোবাইল ফোনে সরবরাহ করত। ল্যাপট জদ্ধ করে তার মধ্যে অনেক পর্ন্যে ভিডিও এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পাওয়া গেছে। হাসান শিবির কর্মী বলে জানাগেছে। তার বাবার নাম চুন্নু সিকদার। কালিশুরী বাজারের কাছে তার বাড়ি।
বাংলাদেশ সময়: ১০:২৩:১৯ ৪৮৬ বার পঠিত