সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
আলরিআনের ধারাপাত-আত্মরক্ষার জন্য আইন
Home Page » ফিচার » আলরিআনের ধারাপাত-আত্মরক্ষার জন্য আইন
আত্মরক্ষার জন্য আপনি সর্বোচ্চ কি ধরনে আক্রমন করতে পারেন
দণ্ডবিধির ১০০ ধারায় বলা হয়েছে, দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার ৯৯ ধারার বিধি নিষেধ সাপেক্ষে নিম্নোক্ত ক্ষেত্রে আক্রমণ কারীকে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো যাবে বা অন্য কোন আঘাত দেয়া যাবে, যদি আক্রমণ এরুপ প্রকৃতির হয় তাহলে,
১। যেখানে মৃত্যুর আশংকা থাকে,
২। যেখানে গুরুতর আঘাতের আশংকা থাকে,
৩। যেখানে ধর্ষিত হবার আশংকা থাকে,
৪। যেখানে অপ্রাকৃতিক লালসা চরিতার্থ করার আশংকা থাকে,
৫। যেখানে অপহরনের আশংকা থাকে,
৬। যেখানে বেআইনিভাবে আটক হবার আশংকা থাকে। ইত্যাদি
তবে আঘাতকারীকে প্রমাণ করতে হবে যে উপরুক্ত কারনেই সে আঘাত করতে বা মৃত্যু ঘটাতে বাধ্য হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১২:১৭ ৩৪৩ বার পঠিত