শুক্রবার, ১৯ মে ২০১৭
জুয়েলারি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার
Home Page » অর্থ ও বানিজ্য » জুয়েলারি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার
বঙ্গ-নিউজঃ দেশজুড়ে প্রতিটি স্বর্ণের দোকানে ধর্মঘটের ডাক দিয়ে আবার তা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে এই ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার এই খবর নিশ্চিত করেছেন।
গঙ্গাচরণ মালাকার বলেন, আমাদের ভুল বোঝানো হয়েছিল। ধর্মঘট প্রত্যাহার করেছি। আপন জুয়েলার্সের মতো আমিন জুয়েলার্সেও গোয়েন্দরা তল্লাশি চালানো হচ্ছে এমনটা জেনে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। আমাদের এই ধর্মঘট দেওয়া ঠিক ছিল না। তাই প্রত্যাহার করেছি।
তিনি বলেন, আমরা ধর্ষণের শাস্তি চাই, তাই বলে আমরা কোনও জুয়েলারির বিপক্ষে নই।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আমিন জুয়েলার্সে শুল্ক অধিদপ্তরের অভিযান হয়েছে -এমন গুজবের ভিত্তিতে দেশজুড়ে প্রতিটি স্বর্ণের দোকানে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি।
এ প্রসঙ্গে তখন জুয়েলারি মালিক সমিতির সহ সভাপতি এনামুল হক খান বলেন, এখনই প্রতিবাদ করা না হলে ধীরে ধীরে অন্য স্বর্ণের দোকানগুলোতেও অভিযান চালানো হতে পারে। অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা এমনটাই আশঙ্কা করছেন। এ আশঙ্কা থেকেই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এর আগে বনানী ধর্ষণ মামলাকে কেন্দ্র করে আপন জুয়েলার্স এর পাঁচটি শো রুমে অভিযান চালিয়ে স্বর্ণ জব্দের পর সেগুলো বন্ধ করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই অভিযানগুলোর সময় সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত স্বর্ণ ও হীরার কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। সে সময় পরিচালিত অভিযানে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছিলো অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ৯:৪৪:১৩ ১১৮৮ বার পঠিত