
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
“মোরা” মোকাবেলায় চট্টগ্রামের ১০টি যুদ্ধজাহাজ এখন মংলায়
Home Page » জাতীয় » “মোরা” মোকাবেলায় চট্টগ্রামের ১০টি যুদ্ধজাহাজ এখন মংলায়
বঙ্গ-নিউজ: সম্ভাব্য ধেঁয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোরা’র তাণ্ডব থেকে সেখানকার মানুষজনকে বাঁচাতে ইতোমধ্যে উপকূল থেকে তাদের সরিয়ে নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচাতে চট্টগ্রাম নৌঘাটি থেকে মোট ১০টি যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ডের দুটি জাহাজকে নিরাপদ রাখতে মংলা বন্দবে নিয়ে আসা হয়েছে।
মোরা শক্তিশালী রুপ নেয়ায় আবহাওয়া অফিস বাগেরহাট ও মংলা বন্দরকে ৫ নম্বরের পরিবর্তে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। মংলা বন্দরে জেটিতে অবস্থান নেয়া সব জাহাজকে নিরাপদ আশ্রয়ে আউটার অ্যাংকরেজে নোঙ্গর করতে বলা হয়েছে। ইতোমধ্যে মংলাবন্দরে সব ধরনের মালামাল ওঠানামা বন্ধ রয়েছে।
বিএনএস মংলা নৌঘাটির সবগুলো যুদ্ধজাহাজ ও নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করে রাখা হয়েছে। সাগরের মাছ ধরা ট্রলারগুলো সুন্দরবনের দুবলা, হিরনপয়েন্ট, কটকা, কচিখালী এলাকার ছোট নদী ও খালে আশ্রয় নিয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসন ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সবগুলো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খুলে দেয়ার নির্দেশ দিয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার অলিউল্লাহ বলেন, ‘চট্টগাম নৌঘাটিতে থাকা ১০টি যুদ্ধ জাহাজ ও চট্টগ্রাম কোস্টগার্ডের ২টি জাহাজ মংলায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে পর্যটন মৌসুম না হওয়ায় কারণে তেমন দর্শনার্থী নেই। সুন্দরবন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, জেলে ও মৌয়ালসহ নৌযানগুলোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘বাগেরহাটের ৯টি উপজেলার সকল আশ্রয়কেন্দ্র খুলে দিয়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা-উপজেলা, কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।’
বাংলাদেশ সময়: ৮:৩১:০৭ ৩১৭ বার পঠিত