
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
১লা জুন থেকে আরেক দফা বাড়ছে গ্যাসের দাম
Home Page » অর্থ ও বানিজ্য » ১লা জুন থেকে আরেক দফা বাড়ছে গ্যাসের দামবঙ্গ-নিউজঃ পহেলা জুন থেকে আরেক দফা বাড়ছে গ্যাসের দাম। এর আগে গত মার্চে এক দফা গ্যাসের দাম বাড়ে। এরপর জুনের এক তারিখ থেকে দাম বাড়ানোর সরকারি পরিকল্পনা আদালতে স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশকে এবার স্থগিত করেছে আদালত। অর্থাৎ পহেলা জুন থেকে গ্যাসের দাম বাড়ছেই।
এ বছরের ফেব্রুয়ারিতে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাদের ঘোষণা অনুসারে, এক জুন থেকে প্রতিটি একমুখী চুলার জন্য প্রতিমাসে দাম দিতে হবে ৯০০ টাকা করে। আর দুইমুখী চুলার জন্য এই দাম ৯৫০ টাকা।
এর আগে, গত ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত ছয় মাসের জন্য গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ স্থগিত করে দেয়।
পরে বিইআরসি ওই স্থগিতাদেশের বিপক্ষে আপিল করে। সেই আপিলের ভিত্তিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গ্যাসের দাম বাড়ানোর নির্দেশনার স্থগিতাদেশকে স্থগিত করে দেন।
বাংলাদেশ সময়: ১৯:৪১:০২ ৪৫৮ বার পঠিত