শনিবার, ১০ জুন ২০১৭
কেন্দুয়ায় ৩ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
Home Page » সারাদেশ » কেন্দুয়ায় ৩ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
বঙ্গ-নিউজঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামে ৩ শতাধিক পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙ্গালী, যুবলীগ নেতা তারিকুজ্জামান তারেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:০৬ ৪১৪ বার পঠিত