বুধবার, ১৪ জুন ২০১৭
সিমের তথ্য সংরক্ষণে চালু হচ্ছে মনিটরিং প্ল্যাটফর্ম
Home Page » প্রথমপাতা » সিমের তথ্য সংরক্ষণে চালু হচ্ছে মনিটরিং প্ল্যাটফর্ম
বঙ্গ-নিউজঃ গ্রাহকের বায়োমেট্রিক সিমের তথ্য সংরক্ষণ ও নিয়মানুযায়ী অপারেটরদের সিম বিক্রি তদারকি করতে সরকার চালু করতে যাচ্ছে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম।
নতুন এই ব্যবস্থা চালু করতে কিছুটা সমস্যা হবে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৮ ঘণ্টা সিম বিক্রি কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরই সব ঠিকঠাক হয়ে যাবে। আজ বুধবার সচিবালয়ে ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম স্থাপন’ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৪:১৭:৩৩ ৪৯১ বার পঠিত