
বুধবার, ১৪ জুন ২০১৭
বিমানবন্দরে পরিত্যক্ত ৪০ স্বর্ণ বার উদ্ধার
Home Page » জাতীয় » বিমানবন্দরে পরিত্যক্ত ৪০ স্বর্ণ বার উদ্ধারবঙ্গ-নিউজঃ শুল্ক গোয়েন্দা দল গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইট থেকে ৪০টি স্বর্ণের বার আটক করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে ওই বিমানের ইকোনমি ক্লাসে ট্রে-টেবিল এর সামনের সিট কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের প্রতিটি বারে ১০ তোলা করে মোট ৪ দশমিক ৬৬ কেজি স্বর্ণ বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। স্বর্ণ বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিল না।
এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৮ ৪৫৬ বার পঠিত