বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩
ধাওয়ানের শতরানে শিখরে ভারত
Home Page » খেলা » ধাওয়ানের শতরানে শিখরে ভারত
তোহা,বঙ্গ- নিউজ ডটকমঃচ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ঝড় তুললেন শিখর ধাওয়ান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করলেন ভারতীয় ক্রিকেটের নতুন সেওয়াগ। কার্ডিফে ধাওয়ান ঝড়ে বেসমাল হয়ে গেল স্টেইন হীন প্রোটিয়াসরা। ধাওয়ান মাত্র ৮৩ বলে শতরান পূর্ণ করলেন। দিল্লির এই বিস্ফোরক ব্যাটসম্যান ১০৭ রানে অপরাজিত আছেন। ওয়ানডে ক্রিকেটে ধাওয়ানের এটাই অভিষেক শতরান। ধাওয়ানকে যোগ্য সঙ্গত দেন রোহিত শর্মা। রোহিত করেন ৬৫ রান।ইনিংস শেষে ৩৩২ রানের টার্গেট দিয়েছে ভারত।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৯ ৫৩২ বার পঠিত