
শনিবার, ২৪ জুন ২০১৭
কুমিল্লাই এক অটো রিক্সা চালককে গলা কেটে হত্যা ।
Home Page » বিবিধ » কুমিল্লাই এক অটো রিক্সা চালককে গলা কেটে হত্যা ।
(এমন বীভৎস ছবি আমরা দেখাতে চাইনা তবুও ভাবুন এমন কেন হবে?)
সাদনান পাপ্পু বঙ্গ-নিউজঃ চালক আক্কাস মিয়া(৫০)। এই ব্যাক্তি অটো চালানোর পাশাপাশি গরুর দুধ বিক্রি করতেন, কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর রোডে রাত প্রায় পৌনে একটা দিকে এই ঘটনা ঘটে। দেহ পড়ে রয়েছে গলা কাটা অবস্থায়।কে বা কারা মেরেছে এখনো কিছুই জানা যাইনি। কুমিল্লার প্রশাসন ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,কোতয়ালি থানার ইনচার্জ সালাম মিয়া,ওসি তদন্ত সালাউদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। খুব দ্রুত যেন এই হত্যার আসামী খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করেন মৃিত ব্যক্তির পরিবার।
বাংলাদেশ সময়: ১২:৫০:০৪ ৫৪৮ বার পঠিত #অটোরিক্সা চালক আক্কাস মিয়া(৫০)। এই ব্যাক্তি অটো চালানোর #ওসি তদন্ত সালাউদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল #কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর রোডে রাত প্রায় পৌনে একট #কোতয়ালি থানার ইনচার্জ সালাম মিয়া