শনিবার, ২২ জুলাই ২০১৭

আমি সদ্যজাত শিশু-ইভা আলমাস

Home Page » সাহিত্য » আমি সদ্যজাত শিশু-ইভা আলমাস
শনিবার, ২২ জুলাই ২০১৭



ইভা আলমাস
আমি সদ্য জন্ম নেওয়া জঞ্জাল
পথের ডাস্টবিনে ফেলেছো আমায়
তোমাদের অবৈধ প্রণয়ের ফল
তাই আজ প্রাণ আমার যায় !
চাইনি ধরণীতে কিছুই আমি
চাই আজ মানুষের মানবতা
তাই দিতে এতোটা কুণ্ঠিত কেন
এমন কি ছিল কোন কথা?
তোমাদের জিঘাংসায় মুখরিত আজ
নরক করেছো ধরাধাম
বেইমান মিথ্যুক ওরে হঠকারী
নেই আর মানুষের দাম !
একবার ভাবো তুমি তোমার ভুলে
আমার জীবন যদি নিলে
ভেবেছো কি একবার হত্যাকারী
জীবন কি তুমি দিয়েছিলে ?
তোমাদের নষ্ট সুখের বলী আমি
সদ্য জন্ম নেয়া শিশু
শেষ আদালতে কী জবাব দিবে
একালের হে মহা যীশু …

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৫   ৮২৩ বার পঠিত