সোমবার, ২৪ জুলাই ২০১৭
বরিশাল ও বরগুনার ডিসিকে প্রত্যাহার
Home Page » আজকের সকল পত্রিকা » বরিশাল ও বরগুনার ডিসিকে প্রত্যাহার
বঙ্গ-নিউজঃ বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে তাদের অপসারণ করেছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান এ তথ্য জানান।
তিনি বলেন, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরৎ আনা হয়েছে। তাদের জায়গায় নতুন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মোজাম্মেল হক খান বলেন, তারা যে দায়িত্বে ছিলেন, তা পুরোপুরি পালন করতে পারেননি। এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেননি।
এদিকে, সমাজ্যকল্যাণ প্রতিমন্ত্রীর পিএস এর দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমানকে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে বরিশলে। অন্যদিকে, বরগুনার জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা পরিষদের সিইও মোখলেসুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৭ ৫২৪ বার পঠিত