
শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
গভীর- রোকসানা লেইস
Home Page » সাহিত্য » গভীর- রোকসানা লেইসবৃক্ষের ছায়া জড়ানো পথে হেঁটে যাই।
পথ পরে থাকে পথের মতন
শুধু মন পেয়ে যায় অনেক স্মৃতি।
খিরকি দরজায় উঁকি, মাধবীলতার ঝাড়।
কাজলটানা চোখ, রাতের বাঁশির সুর।
পদ্ম পুকুরে ঢিল তুলে ঢেউয়ের কাঁপন।
হৃদয়ে গোপনে বলা কথা গুলো
বজ্র হতে চায়, বিদ্যুৎ হতে চায়।
হতে চায় স্ফুলিঙ্গ লাভা, তুমুল বিস্ফোরণ।
মায়াবী চাহুনি ডাকে
অনাদি সময় ডাকে।
তক্ষক প্রহর তুলে ঝংকার।
নির্লিপ্ততা পেয়ে যায় অনাবিল মাঠ।
যত গভীরে যাই তত নিবিড় পাই
কথা হারায়
খুব ইচ্ছা করে বৃক্ষ হয়ে যাই।
বসন্তে জাগি নতুন রূপে ।
বাংলাদেশ সময়: ১:৪৭:০৬ ৭৪১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #literature