
শনিবার, ১২ আগস্ট ২০১৭
অস্ত্র উদ্ধারে ডিবির সহকারী কমিশনারসহ গুলিবিদ্ধ ২
Home Page » প্রথমপাতা » অস্ত্র উদ্ধারে ডিবির সহকারী কমিশনারসহ গুলিবিদ্ধ ২ বঙ্গ-নিউজঃ রাজধানীর পোস্তগোলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনারসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল। বর্তমানে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের একটি দল আজ শনিবার রাতে জুরাইনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে রাহুল ও মৃদুল আহত হন। সেখানে এখনো অভিযান চলছে বলে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৪১:০২ ৫১৫ বার পঠিত