 
    শনিবার, ১৯ আগস্ট ২০১৭
হজযাত্রী সংকটের কারণে বিমানের ফ্লাইট স্থগিত
Home Page » জাতীয় » হজযাত্রী সংকটের কারণে বিমানের ফ্লাইট স্থগিত বঙ্গ-নিউজঃ হজযাত্রী সংকটের কারণে আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটের বিজি- ৯০৭৭  ফ্লাইটটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ফ্লাইটটির নতুন সূচি  নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায়।                    তবে এ দিন নিয়মিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত আরও তিনটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে বলে জানা গেছে।
বঙ্গ-নিউজঃ হজযাত্রী সংকটের কারণে আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটের বিজি- ৯০৭৭  ফ্লাইটটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ফ্লাইটটির নতুন সূচি  নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায়।                    তবে এ দিন নিয়মিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত আরও তিনটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে বলে জানা গেছে। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হজযাত্রী সংকটের কারণে বিমানের একটি নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে মোট ১২টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা চারটি।
সূত্র আরো জানায়, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিমানের ৩টি ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ১টিসহ মোট ৪টি ফ্লাইট যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে।
উল্লেখ্য, এ বছর শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২৭ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
।
বাংলাদেশ সময়: ১৩:৪৫:০৭ ৫৬৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News